সারা বিশ্বের চলমান মহামারী করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনায় রাজশাহী কারাগারের ৯৮ বন্দিকে বিশেষ ক্ষমায় মুক্তির নির্দেশ দেয়া হয়েছে। কারা কর্তৃপক্ষের কাছে এই নির্দেশ পৌঁছানোর পর শর্ত সাপেক্ষে ৩৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে। বন্দীদের মুক্তির বিষয়ের এই তথ্যটি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের বিস্তার রোধে কারাগারগুলোতে ভিড় কমাতে সরকার লঘু অপরাধে সাজাপ্রাপ্ত আসামিদের সাজা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে তিন ধাপে বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে ৩৮ জন বাড়ি চলে গেলেও মুক্তির অপেক্ষায় আছে ৬০ জন। যারা মুক্তি পাচ্ছে, তাদের সাজা একেবারেই মওকুফ করে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, সরকার শুধু কারাদণ্ড মওকুফ করেছে। তবে জরিমানা মওকুফ নয়। অনেকেরই মামলার রায় ঘোষণার সময় কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দিয়ে থাকেন আদালত। যাদের অর্থদণ্ড ছিল না, তাদের ছেড়ে দেওয়া হয়েছে। যাদের অর্থদণ্ড পরিশোধ করা নেই, তারা যেতে পারছে না। অর্থদন্ড পরিশোধ করলেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে।