স্বাস্থ্যবিধি না মানলে আইনি ব্যবস্থা

করোনা ভাইরাস বা কোভিড – ১৯ কে রুখতে হিমশিম খাচ্ছে সার বিশ্ব। আমাদের দেশ ও এর ব্যতিক্রম নয়। প্রতিনিয়ত করোনা ভাইরাস দ্বারা সংক্রামিত মানুষের সংখ্যা বেড়েই চলছে। এই সংক্রমন রোধ করার দেশে দুই মাসের বেশি সময় ধরে সাধারণ ছুটির মধ্যে ছিলো। এই ছুটি শেষে অফিস খোলার আগের দিন শনিবার অধিদপ্তরের এক আদেশে ‘অতি জরুরি প্রয়োজন’ ছাড়া রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে যেতেও নিষেধ করা হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষর করা চিঠিতে বলা হয়, বাইরে চলাচলের ক্ষেত্রে সব সময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

“অন্যথায় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিতে হবে। জেলা প্রশাসন বা যথাযথ কর্তৃপক্ষ সতর্কভাবে এটি বাস্তবায়ন করবেন।”

চিঠিতে বলা হয়েছে, চলাচল নিষেধাজ্ঞার সময় জনসাধারণ এবং সব কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা নির্দেশগুলো কঠোরভাবে মেনে চলতে হবে।

“রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন বা সৎকারের মতো অতি জরুরি কাজ ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না।”