সীমিতভাবে সরকারী-বেসরকারী অফিস চলমান রাখার সময় বাড়লো

মহামারী করোনার সংক্রমণ রুখতে এবার সরকার একটু ভিন্ন কৌশল অবলম্বন করেছে। সরকার এবার জোনভিওিক লোকডাইন কার্যকরে জড়ালো ভাবে কাজ শুরু করেছে।

করোনাভাইরাসের ঝুঁকিতে থাকা লাল (রেড) জোনে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সংক্রমণের হার বিবেচনায় দেশের বিভিন্ন অঞ্চলকে ইতোপূর্বে রেড, ইয়েলো ও গ্রীন এই তিনটি জোনে ভাগ করা হয়েছে। ১৬ থেকে ৩০ জুন পর্যন্ত সীমিতভাবে সরকারী-বেসরকারী অফিস চলমান থাকবে। একই সঙ্গে এখনকার মতো স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন) চালু থাকবে।

সোমবার (১৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পৃথক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে। তবে জোনভিত্তিক লকডাউন কার্যকর করতে আরও দু’ থেকে তিন দিন লাগতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।