করোনা নিয়ন্ত্রণে আনা সম্ভব: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ওয়ার্ল্ড মিটারের তথ্যনুযায়ী শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ কোটি ২৮ লক্ষ ৪২ হাজারের অধিক মানুষ ও মারা গেছে ৫ লাখ ৬৭ হাজার ৬৪৯ জন। এত সংক্রমণ ও মৃত্যুর ধারাবাহিকতায় আশার আলোর মত খবর দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত ছয় সপ্তাহজুড়ে আক্রান্তের হার দ্বিগুণের হলেও বিশ্ব মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শুক্রবার জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেয়িসাস এমন মন্তব্য করেন।

এসময় তিনি ইটালি, স্পেন, দক্ষিণ কোরিয়া এবং ভারতের মুম্বাইয়ের বৃহত্তম বস্তির উদাহরণ টেনে বলেন, এর প্রার্দুভাব খারাপ হলেও আক্রমণাত্মক পদক্ষেপের মাধ্যমে এখনো নিয়ন্ত্রণে রাখা যেতে পারে।

তিনি বলেন, ‘তড়িৎগতিতে টেস্ট, ট্র্যাসিং, কোয়ারেন্টাইন, আইসোলেশন এবং যথাযথ চিকিৎসা; ভাইরাস দমন করার মূল চাবিকাঠি‘।

“বিশ্বজুড়ে এমন অনেক উদাহরণ রয়েছে, যা দেখিয়ে দিয়েছে যে প্রাদুর্ভাব খুব তীব্র হলেও, এটি এখনও নিয়ন্ত্রণে আনা যাবে“, ভারতের মুম্বাইয়ের বৃহত্তম বস্তিতে এই পদক্ষেপের মাধ্যমে ভাইরাস নিয়ন্ত্রণে রেখেছে বলে উদাহরণ দেখিয়ে বলেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, জাতীয় ঐক্যমত, বিশ্ব সংহতির সঙ্গে দেশগুলোর আক্রমণাত্মক পদক্ষেপই মহামারীর পরিস্থিতি ঘুরিয়ে দেওয়া সম্ভব‘।