দেশের ইতিহাসে প্রথম আমদানি ব্যয়ের সমান রপ্তানি আয়

মহামারি করোনা ভাইরাসের ফলে সারা বিশ্বের অর্থনীতির হিসাব নিকাশে ব্যাপক পরিবর্তন এসেছে। দেখতে হচ্ছে, অনেক বিরল ও চাঞ্চল্যকর ঘটনা। বাংলাদেশ ও এই প্রথম অর্থনীতিতে বিরল একটি ঘটনার উদাহরণ হলো। বাংলাদেশে এই প্রথম কোনো মাসে রপ্তানি আয় ও আমদানি ব্যয় প্রায় সমান হয়েছে। আর এর ফলে পণ্য বাণিজ্যে ঘাটতি প্রায় শুন্যের কোঠায় নেমে এসেছে।

বাংলাদেশ ব্যাংক বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের (ব্যালেন্স অফ পেমেন্ট) হালানাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বিভিন্ন পণ্য আমদানি করে বাংলাদেশ ৩৯১ কোটি ২০ লাখ (৩.৯১ বিলিয়ন) ডলার ব্যয় করেছে। আর তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য রপ্তানি করে আয় করেছে ৩৮২ কোটি ৬০ লাখ (৩.৮৩ বিলিয়ন) ডলার।

বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি যে, রপ্তানি আয় ও আমদানি ব্যয় প্রায় সমান হয়েছে।