24 july পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আমেরিকা সফর শেষ করে দেশে ফিরেছেন। এরই মধ্যে শনিবার পাকিস্তান আনুষ্ঠানিকভাবে জানায় যে, এফ-১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তির সহায়তা হিসেবে পাকিস্তানকে ১২৫ মিলিয়ন ডলার সামরিক সহযোগিতা দেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি নিউজ জানায়,যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধবিমানের প্রযুক্তি সহযোগিতায় ১২৫ মিলিয়ন ডলার দেবে। অবশ্য পাকিস্তান সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কাছে এফ-১৬ যুদ্ধবিমানের প্রযুক্তিগত সহযোগিতার জন্য অনুরোধ করেছিল।
আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ায় গতি আনতে গিয়ে আমেরিকার পাক-নির্ভরতা বাড়ছে। তাতে আমেরিকার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পিছিয়ে পড়ছে নয়াদিল্লি। এ নিয়ে কিছুটা হলেও টেনশনে ও বিপাকে পড়ে গেছে মোদি সরকার।