চেলসি ২৮২ কোটি টাকায় করোনাকে ঘরে আনছে!

মহামারী করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর ভয়াল থাবায় স্থবির হয়ে পরেছে গোটা বিশ্ব। শুধু জনজীবন নয় সাথে থমকে গেছে খেলাধূলাও। আগামী মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। এরই মাঝে অবাক করা এক খবর দিলো ইপিএলের শক্তিশালী দল চেলসি। সবাই যেখানে করোনা থেকে দূরে দূরে থাকতে চায়, সেখানে তারা করোনাকে দলে পেতে মরিয়া। তবে এটি করোনা ভাইরাস নয়। বরং পর্তুগিজ প্রিমেরা লিগার ক্লাব পোর্তোর মেক্সিকান মিডফিল্ডার হেসুস ম্যানুয়েল করোনা। তাকে দলে ভেড়াতে আগ্রহী চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যামপার্ড। শুধু তাই নয়, করোনাকে দলে পাওয়ার জন্য চড়া মূল্য পরিশোধ করতেও রাজি চেলসি। এরই মধ্যে ৩৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আয়াক্স থেকে হাকিম জিয়েচকে নিশ্চিত করেছে তারা। এবার করোনার জন্য তারা ২৭ মিলিয়ন পাউন্ড বা প্রায় ২৮২ কোটি টাকা খরচ করতে রাজি।

করোনার এজেন্ট মাতিয়াস, চেলসির সাথে কথাবার্তা বলার বিষয়টি নিশ্চিত করেছেন। মাতিয়াস আরো জানান মূলত ল্যামপার্ডের আগ্রহের কারণেই চেলসির সঙ্গে কথাবার্তা এগুচ্ছে করোনার।