রাশিয়া ,চিন , সৌদি আরব ও বিশ্ব নেতারা অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনাকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ বারের মত এবং একটানা তৃতীয় বার দেশের প্রধানমন্ত্রী হিসাবে ইতিহাসের অংশ হয়ে রবেন । ১১ তম সংসদ নির্বাচনে জয়লাভ করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা । নির্বাচনের পর এবার বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো। শেখ হাসিনার সরকারের সাথে কাজ করতে তার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন।রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন , সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ , চিনের প্রেসিডেন্ট জি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী মোদি শেখ হাসিনা সরকারকে সমর্থন ও অভিনন্দন জানিয়েছেন ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রমাগত শুভেচ্ছা ও অভিনন্দনবার্তা পাঠাচ্ছেন বিশ্বনেতারা ।
সংসদ নির্বাচনে লাখ লাখ ভোটারের উপস্থিতিকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে কানাডা। ওই বিবৃতিতে সব পক্ষকে নিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।


ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংসদ নির্বাচনে বিজয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন । প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এক অভিনন্দন বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
পুতিন অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা অব্যাহত রাখা এবং দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যুতে এক সঙ্গে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করা হয়।

সৌদি আরবের বাদশাহ

সৌদি আরবের বাদশাহ ও পবিত্র দুই মসজিদের রক্ষক সালমান বিন আবদুল আজিজ আল সউদ ,প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সউদ অপর এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। সৌদি বাদশাহ্ বার্তায় প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের জনগনের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর পক্ষে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ঝাং জু  সোমবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে অভিনন্দন বার্তা পৌঁছে দেন। এ সময় চীনা দূত শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে বিশ্বের অন্যতম নেতা হিসেবে অভিহিত করেন। বাংলাদেশের উন্নয়নে বেইজিংয়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *