নাগরিক সাংবাদিকতা

নাগরিক সাংবাদিকতা মানে রাস্ট্রের সচেতন ও সাহসী নাগরিকদের “সক্রিয় ভূমিকা পালন করে দেশের স্বার্থের পরিপন্থি , দুর্নীতি , অপরাধ এর
তথ্য সংগ্রহ, পরিবেশন, বিশ্লেষণ এবং প্রকাশ ।



গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সরকার ও নাগরিকের মধ্যে ভাব বিনিময়ে বা প্রতিক্রিয়া বিনিময়ে নাগরিক সাংবাদিকতা । মূলধারার গণমাধ্যম যখন নাগরিক বিশ্বস্ততা হারায় তখন নাগরিক সাংবাদিকতাই
রাস্ট্রের শেষ ভরসা।

স্বতস্ফূর্ত ও স্বপ্রণোদিত হয়ে গণমানুষের খবর ও তথ্য সংগ্রহ, পরিবেশন, বিশ্লেষণ এবং প্রচারে অংশগ্রহণ করাই হচ্ছে সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতা ।
 নাগরিকের ইন্দ্রিয়কে সচেতন করে নাগরিক সাংবাদিকতা।

আবার সচেতন ইন্দ্রিয়ের নাগরিকই কাঙ্খিত নাগরিক সাংবাদিক । নাগরিক সাংবাদিকরা মুলত পেশাজীবী সাংবাদিকদের বিভিন্ন গোপন তথ্য প্রদান করে কোন ইনভেস্টিগেশন শুরু বা শেষ করতে সাহাজ্য করেন । গণমাধ্যমে যারা পাঠক, দর্শক ও শ্রোতা হিসেবে বিবেচিত হন তারাই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরের তথ্য-উপাত্ত আদান প্রদান করে থাকেন।


নাগরিক সাংবাদিক হতে আমাদের সাথে যোগাযোগ করতে পাড়েন


নাগরিক সাংবাদিকতায় নীতি নৈতিকতা
মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন কোনো তথ্য-উপাত্তের প্রচার ও প্রকাশ থেকে বিরত থাকা
জাতি, ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে প্রত্যেকের নিজস্ব বিশ্বাস, সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা
ইচ্ছাকৃত বা উদ্দেশ্য প্রণোদিতভাবে জন-গুরুত্বপূর্ণ নয় এবং ব্যক্তির মর্যাদাহানীকর কোনো বিষয়ের প্রকাশ ও প্রচার থেকে বিরত থাকা
নিজের বিবেকের প্রতি দায়িত্বশীল আচরণ করা

নাগরিক সাংবাদিক হতে আমাদের সাথে যোগাযোগ করতে পাড়েন । এর মাধ্যমে নিজের চোখের সামনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা দ্রুত সবার কাছে তুলে ধরার সুযোগ হল। প্রতিদিন এমন অনেক ঘটনাই ঘটে যা সংবাদ মাধ্যমের কিছু সীমাবদ্ধতার কারণে প্রকাশ পায় না কিংবা নিজের দেখা সংবাদ প্রকাশের সুযোগ হয়না। অনেকে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রেরণ করে হতাশ হয় যখন তা প্রকাশ পায় না।

শুরু হোক
? bdnewsnet.com
এর সাথে


  • চোখের সামনে ঘটে যাওয়া যেকোন ঘটনা, স্থানীয় এলাকার সমস্যা ও সাফল্য।
  • ক্যাম্পাস, সংগঠন, ফোরামের সংবাদ কিংবা কোন বিষয়ে রিসার্চ, রিভিউ লেখা।
  • রাজনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে, খেলাধুলা, বিনোদন, তথ্য প্রযুক্তি বিষয়ে ব্যক্তিগত অভিমত প্রকাশ।
  • যেকোন নাগরিক সমস্যা, দুর্নীতি কিংবা নির্যাতনের শিকার।
  • ব্যবসায় ও শেয়ার মার্কেট বিষয়ক ব্যক্তিগত চিন্তা ভাবনা নিয়ে লেখা।
  • নিজের কিংবা পরিচিতদের যেকোন সাফল্য কিংবা জীবনের কোন অভিজ্ঞতা।


নাগরিক সাংবাদিকতা বৈশিষ্ঠ্য

প্রত্যেকেরই সাংবাদিক হিসেবে ভূমিকা পালনের সুযোগ রয়েছে
স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত হওয়ার প্রবণতা লক্ষ্যণীয়
প্রকাশিত অডিও, ভিডিও এবং প্রতিবেদন সম্পর্কে আগ্রহী যে কারো মতামত প্রদানের সুযোগ থাকে
যে কেউ মন্তব্য, বিতর্ক বা আলোচনায় অংশগ্রহণ করতে পারে
সামাজিক দায়বদ্ধতা প্রবল থাকে
বিবেকপ্রষূত শুভবুদ্ধি জন-সাংবাদিকতার নৈতিকতার একমাত্র মাপকাঠি

নাগরিক সাংবাদিকতার শুরু হোক
? bdnewsnet.com
এর সাথে