আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ও ২৫ সে মার্চের গনহত্যা

দি ডেইলি টেলিগ্রাফ, লন্ডন: ২৭শে মার্চ এ বলা হয় ঢাকা বেতার কেন্দ্র দখল করার জন্য স্বাধীনতাকামী বাঙ্গালী ও পাকিস্তানিদের সাথে যুদ্ধে দুই পক্ষের প্রায় ২০০০ জন প্রান হারিয়েছে । এতে আরো বলা হয় শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সৈন্যদের একটি রেডিও ঘোষণায় আত্বসমরপন করার অনুরোধ করেছেন এবং এই রক্তপাত বন্ধ করার আহবান জানিয়েছেন ।

২৭ এ মার্চের টেলিগ্রাফের শিরোনামে বলা হয় পাকিস্তানে যুদ্ধ শুরু হয়েছে এবং হাজার মানুষ মারা গিয়েছে

দি গার্ডিয়ান: গার্ডিয়ানের ২৭শে মার্চ সংখ্যায় এক খবরে বলা হয়, “…২৬শে মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া জাতির উদ্দেশ্যে রেডিওতে ভাষণ দেয়ার পরপরই দি ভয়েস অব বাংলাদেশ নামে একটি গোপন বেতারকেন্দ্র থেকে শেখ মুজিবুর রহমান কর্তৃক পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। তাঁর এই ঘোষণা অপর এক ব্যক্তি পাঠ করেন।”

এর বাইরে ভারতের বহু সংবাদপত্র এবং আর্জেন্টিনা, ব্রাজিল, ক্যানাডা, দক্ষিণ আফ্রিকা, জাপান, হংকং, নরওয়ে, তুরস্ক, সিঙ্গাপুরসহ অনেক দেশের খবরে স্থান পায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার খবর।

টাইম ম্যাগাজিন – ৫ এপ্রিল

আমেরিকার খ্যাতনামা টাইম মায়াগাজিন ১৯৭১ সালের ৫ এপ্রিল বাংলাদেশের সকল পরিস্থিতি নিয়ে পুরো ফিচার প্রকাশ করে । এতে বলা হয় পাকিস্থান ভাঙ্গার অপেক্ষায় এবং শেখ মুজিব বাংলাদেশের স্বাধিনতা ঘোষণা দিয়েছেন

  • স্বাধীনতার ঘোষণা ইংরেজীতে
  • বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষক কে
  • বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়
  • স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে
  • বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র কবে গৃহীত হয়
  • স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা কে
  • স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করেন কে

বাংলাদেশের স্বাধিনতার ঘোষণা কে দিয়েছেন ? সি আই এ ও আমেরিকার মতে ?

The independence of Bangladesh was declared on 26 March 1971 at the onset of the Bangladesh Liberation War, when the Pakistan Army launched a genocide against the people of East Pakistan. The declaration was made by