.

১৯৯৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার দায়ে ৯ জনের মৃত্যুদণ্ড

১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর উত্তরাঞ্চলে ট্রেনে করে দলীয় কর্মসূচিতে অংশ নিতে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন । ট্রেনটি পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশের সময় ওই ট্রেন লক্ষ্য করে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালিয়ে ট্রেনে গুলিবর্ষণ ও বোমা হামলা করে। এসময় পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করার জন্য এগিয়ে গেলে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় পরবর্তীতে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

বাংলাদেশের পাবনার ঈশ্বরদীতে ২৫ বছর আগে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলার ঘটনায় নয়জনকে মৃত্যুদণ্ড ও ২৫জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও আরো ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে পাবনার একটি আদালত। ৩ জুলাই বুধবার আদালত এই রায় ঘোষণা করেন।

১৯৯৪ সালের ২৩শে সেপ্টেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় শেখ হাসিনার উপর এই হামলা করা হয়। এ হামলার ঘটনায় রেলওয়ে পুলিশ বাদী হয়ে ১৩৫ জনকে আসামি করে মামলা করে। তদন্ত শেষে ৫২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

পাবনার সরকারি কৌসুলি আখতারুজ্জামান জানান, এই মামলার ৫২জন আসামীর মধ্যে ৩৪জন কারাগারে রয়েছেন। পাঁচজনের মৃত্যু হয়েছে, বাকিরা পলাতক রয়েছেন। তাছাড়া সাজাপ্রাপ্তদের মধ্যে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী রয়েছেন।

Short Bio
Photo ofSheikh Hasina
Name
Sheikh Hasina
Nickname
(শেখ হাসিনা ওয়াজেদ)
Website
Profession
10th Prime Minister of Bangladesh