বাংলাদেশে বিড়াল হত্যার মামলায় কিশোরী অভিযুক্ত

সম্প্রতি ঢাকা মহানগর হাকিম আদালতে দু’দিন বয়সী বিড়াল ছানা হত্যার মামলায়, অভিযুক্ত করে এক কিশোরীর ( বয়স কম থাকায় নাম প্রকাশ করা হয়নি) বিরুদ্ধে চার্জশিট (দোষীপত্র) দাখিল করেছে পুলিশ। কিশোরী খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্রী। আর এই চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক নয়ন দেবনাথ। চার্জশিট গ্রহণের জন্য আগামী ৯ জুলাই দিন ধার্য রয়েছে।

মামলা তদন্তকারী কর্মকর্তা চার্জশিটে উল্লেখ করেন, কিশোরী ( বয়স কম থাকায় নাম প্রকাশ করা হয়নি) নির্দয়ভাবে একটি ২-৩ দিন বয়সের বিড়াল ছানাকে প্লাস্টিকের পাইপ এবং স্টিলের ছোরা দিয়ে হত্যা করে প্রাণির প্রতি নিষ্ঠুরতা আইন, ১৯২০ সালের ৭ ধারায় অপরাধ করেছেন। কিন্তু কিশোরী প্রাপ্তবয়স্ক না হওয়ায় শিশু আদালতে বিচার প্রার্থনা করছি।

এর আগে ২১ মার্চ তাকে গ্রেফতার করে মুগদা থানা পুলিশ এবং ২২ মার্চ ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এছাড়া তিনি এ দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার দাবি, সে ক্লাসের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য এ কাজ করেছিল। এরপর উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান ঘোষ জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নয়ন দেবনাথ বলেন, ইসরাত জাহান দুদিনের একটি বিড়াল ছানাকে নির্মমভাবে হত্যা করে। এরপর হত্যার ওই ভিডিও ফেসবুকে পোস্ট করে। ভিডিওটি ফেসবুকে দেখতে পায় কেয়ার ফর পাওয়ার নামে একটি সংগঠন। তারা বন্যপ্রাণি নিয়ে কাজ করেন। বিড়াল ছানা হত্যার অভিযোগে সংগঠনের মহাসচিব জাহিদ হাসান ইসরাতের নামে মামলা করেন।