সাভার আরিচা মহাসড়কের পাশে দিন দিন ময়লার স্তূপ জমে তা ভাগাড়ে পরিনিত হয়েছে

সাভার আরিচা মহাসড়কের পাশে খোলা স্থানে যত্রতত্র ভাবে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এই আবর্জনা পরিস্কার না করায় দিন দিন ময়লার স্তূপ জমে তা ভাগাড়ে পরিনিত হয়েছে। ময়লা ফেলার নির্ধারিত জায়গা ও ডাস্টবিন’র অভাবে প্রতিনিয়ত এই ময়লার ভাগাড় বিশাল এলাকা জুড়ে বিস্তৃত হচ্ছে।

এই ময়লা আবর্জনা যেমন পরিবেশ কে দুষিত করছে তেমনি নিয়মিত পরিষ্কার না করায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে সাভারবাসী। সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অর্ধশতাধিক ময়লার ভাগাড় গড়ে উঠেছে। স্থানীয় হাটবাজার, পাড়া-মহল্লা এমনকি শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য ফেলার স্থান হিসেবেই বেছে নেওয়া হয়েছে মহাসড়ককে। ফলে সড়কের দুপাশের বাতাস হয়ে উঠছে বিষাক্ত। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে উৎকট গন্ধে। এতে পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে।

সাভার পৌরসভার ব্যবস্থাপনার কারণে প্রতিদিন শত শত টন ময়লা আবর্জনা ফেলা হচ্ছে ঢাকা-আরিচা মহাসড়কের ওপরে। এ অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হলেও ময়লা-আবর্জনা সরানোর কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রথম শ্রেণীর মর্যাদাসম্পন্ন সাভার পৌরসভা। পৌরবাসীরা জানান, এসব সরানোর জন্য পৌরসভা কর্তৃপক্ষের কাছে বহুবার আবেদন করা হয়েছে। কিন্তু তাতে পৌর কর্তৃপক্ষের কোনো সাড়া বা অপসারণের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। আরো দিন দিন তা বেড়েই চলেছে। তবে মহাসড়ক দিয়ে যখন কোন মন্ত্রী যাতায়াত করেন অথবা বিশেষ বিশেষ দিনে ময়লা আর্বজনা সরিয়ে নিতে দেখা গেছে।