মংলা বন্দর দিয়ে আমদানি করবে নেপাল – ভারতের উপর নির্ভরশীলতা কমছে

এ বৎসর থেকেই খুলনার মংলা সমুদ্র বন্দর দিয়ে পন্য আমদানি রপ্তানি শুরু করবে নেপাল । জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ধন বাহাদুর ওলী । নেপাল কোন সমুদ্র বন্দর না থাকায় আমদানির উপর ভারতের কলকাতা বন্দরের উপর নির্ভরশীল । যা ভারত রাজনৈতিক ভাবে নেপালের উপর দাদাগিরি দেখাতে ব্যাবহার করে । এমনকি অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যের জন্যও নেপালকে ভারতের বন্দর ব্যবহার করতে হয় । ২০১৫ ও ২০১৬ সালে সীমান্ত সমস্যার কারণে বেশ কয়েক মাস ধরে নেপালে জ্বালানি ও ওষুধের সমস্যা তৈরি হয়েছিল। এরপরই নেপাল ভারতের বিকল্প খুঁজতে থাকে। এতে তেল ও ভোগ্যপণ্যের অভাব দেখা দেয় নেপালে । কাঠমাণ্ডু ভারতের ওপর নির্ভরতা কমাতে বাংলাদেশ ও চীনের বন্দর ব্যবহারের জন্য সুযোগ চেয়ে আসছিল ।

LocationNepal.svg

৩ জুলাই ২০১৯ এ নেপালের রাষ্ট্রদূত মংলা বন্দর পরিদর্শন শেষে বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই কথা বলেন । রাষ্ট্রদূত বলেন, মংলা বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনতে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রয়েছে। বর্তমানে সুযোগ-সুবিধা বৃদ্ধি পাওয়ার ফলে নেপাল এ বন্দর ব্যবহারে আরো বেশি আগ্রহী হয়েছে।

চিনের সাথে নেপালের রেল চুক্তি

সাম্প্রতিক সময়ে চিনের সঙ্গে নিজেদের রেলচুক্তি সাক্ষর করেছে নেপাল। তিব্বত হয়ে একেবারে নেপালের কাঠমুন্ডুতে আসবে এই রেল ।