উপকূলে বায়ু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে ডেনমার্ক

বায়ুশক্তি হল বায়ুরগতিশক্তিকে কাজে লাগিয়ে পাওয়া রূপান্তরিত শক্তি । বায়ুশক্তির উপর নির্ভরশীল ডেনমার্ক বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে উইন্ড এনার্জী তথা বায়ু হতে শক্তি উৎপাদনে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে। ১৬ জুন ২০১৯ এ বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসেন সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

বায়ু যখন টারবাইনের ব্লেডের মধ্যে দিয়ে যায় তখন বায়ুর গতিশক্তি ঐ ব্লেডগুলোকে ঘূড়ায়।আবার এই রোটর জেনারেটরের সাথে সংযুক্ত থাকে যার ঘূর্ণনের ফলে বিদ্যুত উৎপন্ন হয় বাংলাদেশ  ফেনীর সমুদ্র উপকূলীয় সোনাগাজীতে এলাকায় একটি ০.৯০ মেগাওয়াট ক্ষমতার সম্পন্ন বায়ু শক্তি পাইলট প্রকল্প শুরু করে যা জাতীর পাওয়ার গ্রিডের সাথে সংযুক্ত ।