সুইডেনের ঊপ্সালা ইউনিভার্সিটির এক গবেষণায় জাদুঘরে রক্ষিত ১০ম শতাব্দীর একটি ভাইকিং সিল্ক কাপড়ের ব্যান্ডে র প্রাচীন লেখা নিয়ে গবেষণা করতে গিয়া সেখানে আরবি অক্ষরে ” আল্লাহ “লেখা দেখতে পেয়ে অবাক হয়ে যান গবেষকরা ।মৃত ব্যাক্তির সৎকার এর পোশাকে ” আল্লাহ ” লেখা ইউরোপের মুসলিম ইতিহাস কে পরিবর্তন করে দিতে পাড়ে ।
এর আগেও বিভিন্ন ভাইকিং কবরে ইসলামিক সভ্যতার নিদর্শন পাওয়া গেলেও আগে ধারনা করা হত সেগুলো হয়ত লুট কিংবা ব্যাবসা বানিজ্যের মাধ্যমে ভাইকিং দের কাছে এসেছে ।
ভাইকিং দের নৌকায় কবর দেবার রীতিতে এই সিল্ক ব্যান্ডটি খুবই গুরত্বপুরন ।
১০ম শতাব্দীতেই সবচেয়ে আগ্রাসী এবং সমুদ্র বিজয়ী বর্তমান নরওয়ে , ও সুইডেন এর অধিবাসীরা ছিল তৎকালীন ইউরোপ এর সবচেয়ে ক্ষমতাবান জাতি । ধারনা করা হয় এই ভাইকিংরাই প্রথম অ্যামেরিকা আবিস্কার করেছিল ।
বিভিন্ন দেবতার পূজারি এই ভাইকিং জনগোষ্ঠীর মাঝে যে সেইন নবম দশম শতকেই ইসলামের আলো প্রবেশ করেছিল তা আধুনিক বিশ্বের কাছে অজানাই ছিল ।
হলিউড মুভি ” থর ” এর যে হাতুরি নিয়ে উড়তে পাড়া সুপার হিরোর আবির্ভাব তা এসেছে ভাইকিং দের নরস মিথলজি থেকে এবং তারা আগে থর , লোকি কে দেবতা মানত এবং এদের পুজা করত ।
কিন্তু ২০১৭ এই গবেষণায় দেখা যায় । ভাইকিংরা খ্রিস্টান ধর্ম গ্রহন করার আগেই ইসলাম ধর্মের সংস্পরশে এসেছিল । গবেষকদের মতে ইসলাম ধর্মের মৃত্যুর পরবর্তী জীবনের ব্যাখ্যা এবং ভাইকিংদের এর পরকাল এর ব্যাখ্যার সাথে অনেকটাই মিলে যাওয়ায় । ভাইকিংরা হয়ত ইসলাম ধর্ম গ্রহন করেছিল ।
উপ্সলা ইউনিভার্সিটির প্রত্নতত্ব বিভাগের গবেষক আনিকা লারসন বলেন ” ভাইকিংদের সময়ে তাদেরে পোশাকে যে সকল লেখা থাকত তা মুলত তাদের মৃত্যু পরবর্তী ভালহালা বা ভাল্কেরিয়ার বর্ণনা করত , কিন্তু সেই পোশাকে আল্লাহ লেখা ভাইকিংদের ইসলাম কে আংশিক বা সম্পূর্ণ গ্রহন করার ইঙ্গিত দেয় ”
বাগদাদ এর ইসলামিক প্রাচীন ইতিহাসবিদ দের লেখনীতে ভাইকিংদের যোদ্ধা ব্যাবসায়ি বলা হয়েছে এবং তাদের প্রশংসা করা হয়েছিল । কিন্তু এই ভাইকিংরাই ছিল ফ্রান্স ও ব্রিটেন এর কাছে এক আতঙ্কের নাম ।
এখন অনেকেই বলছেন বর্তমান ভাইকিংদের বংশধর অনেকেই মুসলিম বিরোধী রাজনৈতিক অবস্থান নিলেও এই আবিস্কার এখন প্রাচীন ভাইকিংদের ইসলামের কাছে আসার কথাই তুলে ধরে , যা সুইডেন ও নরওয়ের অনেক কট্টরপন্থী জাতীয়তাবাদীদের ইসলাম এবং মুসলিমদের সম্পর্কে ধারনা পরিবর্তন করবে ।
ভাইকিংদের সম্পর্কে জানতে দেখতে পাড়েন হিস্টরি চ্যানেলের ইতিহাসভিত্তিক সিরিয়াল ” Vikings ” সেখানে ভাইকিং সমুদ্র অভিযান ও ফ্রান্স , ব্রিটেন আক্রমণ এবং পরবর্তীতে ভাইকিংদের সাথে মুসলিমদের সাক্ষাত এর ধারনা পাওয়া যাবে ।
ভাইকিং কারা ?
Leave a Reply