বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন টেস্ট অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান।
অধিনায়কত্ব হারিয়েছেন মুশফিকুর রহিম।
সাকিব আল হাসান বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়কও হতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। টেস্ট ক্রিকেটে সহ-অধিনায়ক হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
পরিসংখ্যান অনুসারে মুশফিককে বাংলাদেশের সেরা টেস্ট অধিনায়ক বলাই যায়। তার অধীনেই সর্বোচ্চ টেস্ট জিতেছে বাংলাদেশ। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত তার নেতৃত্বে ৩৪ টেস্ট খেলে সাতটিতে জয় পেয়েছে বাংলাদেশ। ১৮টিতে হারলেও ড্র করেছে নয়টি ম্যাচ।
এর আগে এবছর এপ্রিল মাসে মাশরাফি বিন মর্তুজা টি-২০ থেকে অবসরের ঘোষণা দিলে, টি-২০তেও অধিনায়কত্ব পেয়েছিলেন সাকিব আল হাসান।
Leave a Reply