বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হচ্ছে 40 টি আমেরিকান রেলওয় ইঞ্জিন . আজ বাংলাদেশ রেলওয়ে ও আমেরিকান ক্যাটারপিলার কোম্পানির সাবসিডিয়ারি প্রগ্রেস রেল সার্ভিস এর সাথে এই চুক্তি সম্পাদিত হয় । এই চুক্তির আওতায় 1030 কোটি টাকা কিংবা 135 মিলিয়ন ডলার সমমূল্যের চল্লিশটি আধুনিক রেল ইঞ্জিন সরবরাহ করবে
প্রগ্রেস রেল কোম্পানি ।
প্রগ্রেস রেল সার্ভিস এফ 125 প্যাসেঞ্জার লোকোমোটিভ বা রেলওয়ে ইঞ্জিন গুলো প্রায় ঘণ্টায় একশ পঁচিশ মাইল বা ২০০ কিলোমিটার গতিতে ছুটতে পারে । যদিও বাংলাদেশের রেললাইন ঘণ্টায় ৮০ কিলোমিটার এর উর্দ্ধে ট্রেন চলাচলের জন্য সহায়ক নয় ।
তারপরেও এই শক্তিশালী ইঞ্জিনগুলো রেলওয়েতে যুক্ত হলে রেলের স্বাভাবিক গতি বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে রেল লাইনের উন্নয়ন ঘটে তবে ট্রেন যাতায়াত অনেক দ্রুত হবে বলেই ধারণা করা যায়। । প্রগ্রেস রেল সার্ভিস কোম্পানি গত 90 বছর ধরে রেল ইঞ্জিন নির্মাণ করে আসছে এবং 2006 সালে ক্যাটারপিলার এই কোম্পানিটি এক বিলিয়ন ডলার সমান মূল্যে কিনে নেয় । বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে প্রায় 90 টি রেলওয়ে ইঞ্জিন রয়েছে কিন্তু এর মধ্যে 55 টি র মেয়াদ শেষ হয়ে গেছে ।
আগামী 24 কিংবা 36 মাসের মধ্যে এই 40 টি ইঞ্জিন বাংলাদেশ রেলওয়ে তে যোগদান করবে বলে আশা প্রকাশ করা যায় । এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রকল্পের অর্থায়নে সহযোগিতা করছে ।
প্রগ্রেস রেল সার্ভিস এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্যাট্রিক ও ডনেল এবং বাংলাদেশ রেলওয়ের এডিশনাল ডিরেক্টর মোহাম্মদ শামসুজ্জামান চুক্তি সম্পাদিত করেন । এই সময় নতুন রেলমন্ত্রী এমডি নুরুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন তিনি বলেন এতে আরো অনেক ট্রেন সার্ভিস চালু করা সম্ভব হবে এবং রেলওয়ে সক্ষমতা বৃদ্ধি পাবে।
তিনি বলেন,মানুষকে রেলের মাধ্যমে কাঙ্খিত সেবা দেওয়ার জন্য সরকার সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইঞ্জিন পাওয়া শুরু করলে বিভিন্ন রুটে ট্রেন চালানো আরো বেশি সম্ভব হবে এবং এর মাধ্যমে রেলওয়ে খাতে আরো বেশী রাজস্ব আহরণ সম্ভব হবে বলে মন্ত্রী জানান।
প্রগ্রেস রেল সার্ভিস এফ 125 প্যাসেঞ্জার লোকোমোটিভ
ইঞ্জিন
WEIGHT: | 280,000 lbs. |
LENGTH: | 69 ft. |
HEIGHT: | 14 ft 7 in |
CLEARANCE DIAGRAM: | Amtrak D-05-1355 |
FUEL: | ULSD N0.2-D15 |
MAXIMUM SPEED: | 125 mph |
P2 FORCES: | < 82,000 lbs |
STARTING TRACTIVE EFFORT: | 71,000 lbs |
HEP: | 600kW rated up to 1000kW |
NUMBER OF FABRICATED TRUCKS: | 2 |
NUMBER OF AXLES PER TRUCK: | 2 |
FUEL CAPACITY: | 1800+ gallons |
SAND BOX: | 4 @ 6.25 cu.ft. per Sand Box |
DIESEL EXHAUST FLUID: | 265 gallons |
RETENTION TANK: | 100 gallons |
ENGINE
MODEL: | Caterpillar C175-20 |
EPA RATING: | Tier 4 |
TYPE: | Turbocharged, 4 Stroke 20 Cylinders |
BHP: | 4700 @ 1800 rpm |