.

ভাইকিং

Image result for vikings wiki

ভাইকিংস হচেছ একটি মারাত্বক ভয়ঙ্কর যুদ্ধবাজ জাতির নাম, শাব্দিক অর্থে ভাইকিং হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ার সমুদ্রচারী ব্যবসায়ী, যোদ্ধা ও জলদস্যুদের ভয়ঙ্কর একটি দলকে বোঝায়, এই দলটি মূলত অষ্টম শতক থেকে ১১০০ শতক পর্যন্ত বংশ পরম্পরায় ইউরোপের বিরাট এলাকা জুড়ে লুটতরাজ, ডাকাতি, খুন হত্যা, সম্পদের জবর দখল, বিভিন্ন এলাকা নিজ আয়ত্বে নিয়ে সারাক্ষণ যুদ্ধ আর মারামারিতে লিপ্ত থাকতো,

 

ইউরোপের বিভিন্ন এলাকা জবর দখল নিয়ে নিজেরা বসতি স্থাপন করতো, এদের নর্থম্যান বা নর্সম্যানও বলা হয়, ভাইকিংরা পূর্বদিকে রাশিয়া ও কনষ্ট্যন্টিনোপল পর্যন্ত পৌছে গিয়েছিল,File:Vikings exploration and territories-en.svg

 

অন্যদিকে পশ্চিমে গ্রীনল্যান্ডে ভাইকিংরা ৯৮৫ খ্রিষ্টাব্দে প্রথম ইউরোপীয় অঞ্চলে বসতি স্থাপন করে, আর এতেই সম্ভবত প্রথম ইউরোপীয় জাতি হিসেবে ১০০০ খিষ্টাব্দে আমেরিকা মহাদেশ আবিষ্কার করে, আইসল্যান্ড ও স্ক্যান্ডিনেভিয়ার সাহিত্যে ভাইকিংদের শৌর্য-বীর্যের কথা বলা হয়েছে, স্কান্ডিনেভিয়ার মানুষরা খ্রিষ্টর্ধমে র্ধমান্তরিত হতে শুরু করলে ভাইকিংদের অভিয়ান ধীরে ধীরে হ্রাস পেয়ে শেষ হয়ে য়ায়, ভাইকিংদের ভাবা হতো ইউরোপীয় অঞ্চলের ত্রাস, দস্যুতার জন্য বিখ্যাত এই জাতিটি যুদ্ধবাজ মনোবৃত্তির জন্যও ইতিহাস বড় একটি স্থান দখল করে ্আছে, অন্যান্য যোদ্ধা জাতির তুলনায় ভাইকিংদের খানিকটা পার্থক্য ছিল, আর সেই পার্থক্যটি হলো শরীরিক গড়নের ভাইকিং যোদ্ধাদের প্রায় সবাই অনেক লম্বা এবং চওড়া ছিল, তাদের প্রধান অস্ত্র ছিল কুড়াল, যুদ্ধংদেহী ভাইকিংদের র্ধমও আবর্তিত হয় যুদ্ধকে ঘিরে।