চিন থেকে ফিরে গনভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বাংলাদেশের বৈদেশিক ঋনের ব্যাপারে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন । তিনি বলেন, ‘আমাদের বৈদেশিক ঋণের বোঝাটা খুব বেশি নয়। আমাদের জিডিপি’র মাত্র ১৪ ভাগ হচ্ছে ঋণ এবং সেটাও আমরা সময় মতো পরিশোধ করে যাচ্ছি। কাজেই আমরা যেটা নেই (ঋণ) খুব হিসেব করে নেই।’পদ্মা সেতুর প্রসংগ টেনে বলেন, ‘পদ্মা সেতু আমাদের নিজস্ব অর্থায়নে তৈরী হচ্ছে। চীনা একটি কোম্পানী আমাদেরকে এটি তৈরী করে দিচ্ছে, সেজন্য তাঁদেরকে আমরা অর্থ দিয়ে যাচ্ছি। এভাবেই বিভিন্ন প্রকল্প আমরা বাস্তবায়ন করছি এবং যেসব দেশ আমাদেরকে সহযোগিতা করছে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’বিগত ১০ বছর যাবত বাজেট ঘাটতি শতকরা ৫ শতাংশ ধরলেও কোনবারই তা অতিক্রম করে না বলেও জানান তিনি।সরকার বাজেটের ৯৯ শতাংশ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছে আর বার্ষিক উন্নয়ন বাজেটের ৯০ শতাংশই নিজেদের অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে । http://www.bssnews.net/bangla/?p=130597

By admin