এই রিপোর্ট লেখা পর্যন্ত সকাল চারটা ৩০ মে ২০১৭ বর্তমানে ঘূর্ণিঝড় মোরার কেন্দ্রস্থল টেকনাফ থেকে ৮৫ কিলোমিটার , কক্সবাজার থেকে ১২৪ কিলোমিটার , স্বন্দিপ থেকে ২২৩ কিলোমিটার , হাতিয়া থেকে ১৮০ কিলোমিটার ও সেইন্ট মারটিন দ্বিপ থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে ।
ঘূর্ণিঝড়টি ঘন্টায় আনুমানিক ২৫ থেকে ৩৫ কিলোমিটার গতিতে আরো বেশি শক্তি সঞ্চয় করে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে ।
টেকনাফে সম্ভাব্য ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিতে বাতাসের প্রবাহ চলছে । যা হয়ত সময়ে আরো বাড়তে পাড়ে । উপকুল বর্তি সকল কে নিরাপদ স্থানে যাবার জন্য অনুরোধ করা হোল .
Leave a Reply