তৈরি হয়েছে বিদ্যুৎ চালিত ‘ফ্লাইং ট্যাক্সি’ । ফ্রান্সের লক্ষ্য হল ২0২4 সালের প্যারিস অলিম্পিকে দর্শকদের বিমানবন্দর থেকে সরাসরি উড়ন্ত ট্যাক্সি দিয়ে স্টেডিয়ামে নিয়ে যাওয়া। ফ্রান্সের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস নির্মাণ করছে এই ” ফ্লাইং ট্যাক্সি ” । প্রতিষ্ঠানটির মূল অফিস ফ্রান্সের ব্লাগন্যাকে অবস্থিত এবং এর উৎপাদন ব্যবস্থা ফ্রান্স, জার্মানি, স্পেন এবং যুক্তরাজ্যে অবস্থিত ।
এয়ারবাস জানিয়েছে, তাদের এই ট্যাক্সি ৪ জন মানুষ বহন করতে সক্ষম ৷ হেলিকপ্টারের মত উড়তেও পারবে। একে বলা হচ্ছে ‘ইলেকট্রিক ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং’(ইভিটিওএল) পরিবহন বা Airbus CityAirbus । এই ট্যাক্সি ঘণ্টায় ২৫০ মাইল বেগে ৫০০ মাইল পর্যন্ত উড়তে পারবে।
এই এয়ার ট্যাক্সির স্টেক রোটরের সাহায্যে হেলিকপ্টারের মতোই আবর্তিত হয়ে উপরে উঠবে। সঠিক উচ্চতায় ওঠার পর এর পাখার গতি সঞ্চারিত হবে এবং পাখাগুলোর সাহায্যে শূন্যে ভাসবে। । এতে থাকবে একগুচ্ছ ছোট প্রপেলার, যা চলবে বিদ্যুতের সাহায্যে। ফলে শব্দ ও ব্যয় কম হবে, আর দক্ষতা হবে বেশি।