কিছুদিন আগে ওয়াশিংটন ইকোনোমিক ক্লাবে এক আলোচনায় মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে মোবাইল অপারেটিং সিস্টেম মার্কেট শেয়ার নেওয়ার সুযোগ করে দেওয়া । 2017 সালে মাক্রোসফট ঘোষণা করে যে তারা আর উইন্ডোজ টেন মোবাইল অপারেটিং সিস্টেম বানাবে না । যা মূলত এন্ড্রয়েড কে 86% মার্কেট শেয়ার প্রদান করেন।
কত 40 বছর ধরে উইন্ডোজ অপারেটিং সিস্টেম প্রধান হিসাবে থাকলেও বর্তমানে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেম । বর্তমানে মাইক্রোসফট অপারেটিং সিস্টেম থেকে ক্লাউড অন্যান্য প্রোগ্রামিং প্ল্যাটফর্মের দিকে সরে গিয়েছে ।
বিল গেটস ইকোনমিক ক্লাব অফ ওয়াশিংটনে বলেন
আমরা জানতাম মোবাইল ফোন গুলো সবচেয়ে বেশি পপুলার হবে কিছুদিন পরে তাই আমরা একে উইন্ডোজ মোবাইল বলা শুরু করলাম কিন্তু আমরা সবচেয়ে প্রভাবশালী মোবাইল অপারেটিং সিস্টেম হতে পারেনি কারণ আমাদের নিজেদের উদাসীনতার কারণে এন্টি ট্রাস্ট মামলার কারণে ছিলাম ব্যস্ত ছিলাম আমরা মটোরোলাকে ডিজাইনের দিক থেকে এগিয়ে যেতে দেখেছি আমরা কিছুই করেনি যা পরবর্তীতে আমাদের চোখের সামনে মাক্রোসফট এর উইন্ডোজ কে টপকিয়ে প্রধান অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড জায়গা দখল করে নেয়
বিল গেটস
References :