বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ উদ্যোগে ০৬ দিনব্যাপী যৌথ মহড়া “Exercise Pacific Angel-2019-1”অনুষ্ঠিত হয় । যুক্তরাষ্ট্রের প্যাসিফিক বিমান বাহিনীর মিশন কমান্ডার মেজর খ্রীস্টোফার গ্লেন ফালমার এর নেতৃত্বে প্রায় ৬০ জন সদস্যসহ নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ডের ৬ জন চিকিৎসক এ মহড়ায় অংশগ্রহণ করেন । এই অনুশীলনটি ছিল অসামরিক । আমারিকান বিমান সেনারা – স্কুল এ দেয়াল রং করেছেন , এলাকার মানুষজনদের ডাক্তারি চেক আপ দিয়েছেন ।
সার্জেন্ট স্টেফেনি ব্লেক লালমনিরহাটে এক শিশুর স্বাস্থ পরিক্ষা করছেন
আমেরিকান বিমানসেনা আদ্রিয়ানা সেলফি তুলছেন স্কুলের ছাত্রদের সাথে
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক বিমান বাহিনীর মিশন কমান্ডার মেজর খ্রীস্টোফার গ্লেন ফালমার এর নেতৃত্বে প্রায় ৬০ জন সদস্যসহ নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ডের ৬ জন চিকিৎসক এ মহড়ায় অংশগ্রহণ করেন।গ্রুপ ক্যাপ্টেন আব্বাস আলী, জিইউপি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি (পি) এর নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর প্রায় ১৩০ জন এ মহড়ায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিঃ র্আল রবার্ট মিলার , বিমান বাহিনির মেজর রায়ান ও বাংলাদেশ বিমানবাহিনীর মেজর জেনারেল নজরুল ইসলাম
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিঃ র্আল রবার্ট মিলার (২৪-৬-২০১৯) বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ উদ্যোগে লালমনিরহাটে পরিদর্শন করেন। পরিদর্শনের অংশ হিসেবে রাষ্ট্রদূত লালমনিরহাট জেলার কদমতলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত চিকিৎসা ক্যাম্প এবং ফকিরের তকেয়া উচ্চ বিদ্যালয়ে প্রকৌশল কার্যক্রমের জন্য স্থাপিত ক্যাম্প পরিদর্শন করেন । এছাড়া, উক্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্রছাত্রীদের সাথে ক–শলাদি বিনিময় করেন।
স্কুলের দেয়াল রং করছেন যুক্ত্রাজ্যের বিমান বাহির সদস্য স্টাফ সার্জেন্ট হাং ও পিয়ায