৭ জুলাই থেকে ঢাকায় ব্যাস্ততম তিন সড়কে ট্রাফিক জ্যাম কমাতে রিকশা চলাচল বন্ধ ঘোষণা করেছে ট্রান্সপোর্ট কন্ট্রোল অথরিটির (ডিটিসি)
- কুড়িল-রামপুরা-সায়েদাবাদ,
- গাবতলী-আসাদগেট-আজিমপুর,
- সাইন্সল্যাব-শাহবাগ
আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল অথরিটির (ডিটিসি) এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
নগরীকে যানজটমুক্ত করতে এ সিদ্ধান্ত হয়েছে বলে সভা শেষে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানান।
প্রাথমিকভাবে রাজধানীর দুই রুটে (কুড়িল থেকে খিলগাঁও, রামপুরা হয়ে সায়দাবাদ এবং গাবতলী থেকে আসাদগেট মিরপুর রোড হয়ে আজিমপুর ও সাইন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত সড়কে রিকশার পাশাপাশি অন্য অবৈধ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী ৭ জুলাই থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।’
সড়কের দুই পাশে ফুটপাত দখলকৃত স্থাপনা, অবৈধভাবে নির্মিত ভবন এবং অন্যান্য স্থাপনা উচ্ছেদে কাজ করা হবে উল্লেখ করে বলেন, ‘সড়কের দুই পাশে ফুটপাত দখল করে যেসব স্থাপনা রয়েছে সেগুলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও দক্ষিণ সিটি কর্পোরেশন নিজ নিজ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অপসারণ করবে।’