বায়ুশক্তি হল বায়ুরগতিশক্তিকে কাজে লাগিয়ে পাওয়া রূপান্তরিত শক্তি । বায়ুশক্তির উপর নির্ভরশীল ডেনমার্ক বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে উইন্ড এনার্জী তথা বায়ু হতে শক্তি উৎপাদনে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে। ১৬ জুন ২০১৯ এ বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসেন সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।
বায়ু যখন টারবাইনের ব্লেডের মধ্যে দিয়ে যায় তখন বায়ুর গতিশক্তি ঐ ব্লেডগুলোকে ঘূড়ায়।আবার এই রোটর জেনারেটরের সাথে সংযুক্ত থাকে যার ঘূর্ণনের ফলে বিদ্যুত উৎপন্ন হয় । বাংলাদেশ ফেনীর সমুদ্র উপকূলীয় সোনাগাজীতে এলাকায় একটি ০.৯০ মেগাওয়াট ক্ষমতার সম্পন্ন বায়ু শক্তি পাইলট প্রকল্প শুরু করে যা জাতীর পাওয়ার গ্রিডের সাথে সংযুক্ত ।