এই ৪ঠা জুলাই তারিখটিতে ১৭৭৬ সালে আমেরিকা , ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে । ১৭৭৫-১৭৮৩ সালে হল গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে আমেরিকার তের উপনিবেশের বিদ্রোহ। এর ফলে যুক্তরাষ্ট্র গঠিত হয়। আমেরিকার ১৩ টা কলোনি সংঘবদ্ধ হয়ে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে, ১৭৭৬ সালের ৪ জুলাই স্বাধীনতা ঘোষণা করে।আমেরিকার ১৩ টি কলোনি একসাথে যুক্ত হয়ে একটা দেশ গঠন করেছিল। এজন্য আমেরিকা কে যুক্তরাষ্ট্র বলা হয়।
ব্রিটিশরা বিদ্রোহ দমন করার জন্য বৃহৎ আকারে সেনা সমবেত করে। মার্কিন বিদ্রোহী সেনাদের বিরুদ্ধে তারা গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করে। এসময় জর্জ ওয়াশিংটন এর নেতৃত্বে ছিলেন। ১৭৭৬ সালে নিউ ইয়র্ক ও ১৭৭৭ সালে ফিলাডেলফিয়া জয় করা হয়। কিন্তু তারা ওয়াশিংটনের বাহিনীর সাথে হেরে যায় ।
২০১৯ সালে আমেরিকার স্বাধিনতা উদযাপন
এ বছর ট্রাম্প স্যালুট টু আমেরিকা নামের একটি নতুন কর্মসূচি ঘোষণা করেছেন যেখানে থাকবে লিংকন মেমোরিয়ালের সিঁড়ি থেকে তাঁর বক্তব্য যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির উপর আলোকপাত করা হবে। বুধবার তিনি এক টুইট বার্তায় জানান , “ জীবনভর মনে রাখার মতো হবে এই ঘটনা”।
প্রতিরক্ষা দপ্তর এ খবরটি নিশ্চিত করেছে যে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার এবং এ দেশের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা , জয়েন্ট চিফ অফ স্টাফস এর চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফার্ড আজকের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য প্রেসিডেন্টের আমণ্ত্রণ গ্রহণ করেছেন।