প্রযুক্তি তার আশীর্বাদ স্বরূপ প্রতিনিয়ত মানুষের জীবনযাত্রা সহজতর করে তুলেছে। নিত্যনতুন উদ্ভাবনী আবিষ্কারের মাধ্যমে প্রযুক্তি মানুষেকে নির্ভুলভাবে পথ চলতে সাহায্য করছে। প্রযুক্তির উন্নয়নের কল্যাণে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের আধুনিক প্রযুক্তি নির্ভর তথ্য আদান প্রদানের অন্যতম অ্যাপস জিমেইল তাদের আপডেটে সময়োপযোগী কল্যাণকর চমক নিয়ে এসেছে। এই জীবনের অন্যতম ফিচার হচ্ছে ইমেইল।
আর এই ইমেইল পাঠাতে গিয়ে অনেকেই বানান ভুল লেখেন। সেই সঙ্গে গ্রামারও শুদ্ধ করে টাইপ করতে পারেন না। তা নিয়ে অনেকেই পড়ে যান বিপাকে। কিন্তু আপনাকে আর বিপাকে পড়তে হবে না। জিমেইলের নতুন আপডেট আপনাকে এ সমস্যা থেকে উদ্ধার করবে অতি সহজে।
দেনন্যাক্সটওয়েবের এক প্রতিবেদনে জানা যায়, গুগল জিমেইলের নতুন একটি আপডেট এনছে। ওই আপডেট চালু হলে জিমেইলে যেকোনো ধরনের লেখা স্বয়ংক্রিয়ভাবে শুদ্ধ হয়ে যাবে। বর্তমানে ওই আপডেটটি জি-সুইট ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।
বলা হচ্ছে, লেখার সময় আপনি যদি কোনো বানান ভুলে করেন, তাহলে জিমেইল স্বয়ংক্রিয়ভাবে ভুল বানানটিকে শুদ্ধ করে দেবে। অন্যদিকে যদি কোনো লেখায় গ্রামার ভুল করেন তাহলে ভুল অংশটিতে লাল লাইন দিয়ে মার্ক করে ব্যবহারকারীকে শুদ্ধ করার নির্দেশনা দেবে।