করোনা বা কোভিড-19 ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার প্রতিনিয়ত উদ্বেগজনক হারে বেড়েই চলছে। এই মহামারী করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে তবে মৃত্যুর হারের দিক দিয়ে শীর্ষে এখন বেলজিয়াম। দেশটির মৃত্যুহার ১৫ দশমিক ৭ শতাংশ, আর যুক্তরাষ্ট্রে এ হার ৫ দশমিক ৯ শতাংশ। এমন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।
কিছুদিন আগে পরিস্থিতি কিছুটা ভালোর দিকে যাওয়ায় লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছিল বেলজিয়াম সরকার। এরপরই দেশটিতে সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। ওয়াল্ড মিটারের তথ্য অনুযায়ী বেলজিয়ামে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৪৯ হাজার ৯০৬ জন এবং মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৪৪ জনের।
আজ শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বে এই করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৩৫ লক্ষ ৬২ হাজার ২৬৯ জন এবং এখন পর্যন্ত এই ভাইরাস ২ লক্ষ ৪৮ হাজার ০৯৪ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।