বিশ্ব জুড়ে দিনদিন মহামারী করোনা ভাইরাস লাগামহীনভাবে মানুষকে সংক্রামিত করে চলছে, বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। প্রতিদিনই এদেশে নতুন করে কোভিড-১৯ বা করোনা ভাইরাস দ্বারা মানুষ সংক্রামিত হচ্ছে। এই করোনা ভাইরাস মোকাবেলায় দিনরাত সেবা দিয়ে যাচ্ছে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। আর এই মহৎ সেবা প্রদান করতে গিয়ে এদের অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত দেশে ডাক্তারসহ ৯৯৪ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।