কোভিড-19 বা করোনা ভাইরাস ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে প্রথম মানুষের দেহে সংক্রমিত হয়। এই ভাইরাসের প্রাদুর্ভাব প্রথমে উৎপত্তিস্থল চীনে সীমাবদ্ধ থাকলেও পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ লাখ ৬৬ হাজার ২৯৫ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৪৮ হাজার ২৮৬ জনের। আর এ পর্যন্ত সুস্থ হয়েছে ১১ লাখ ৫৪ হাজার ৬১ জন।