(১২ মার্চ) বৃহস্পতিবার দুপুরের পর থেকে কোনো যাত্রীকে ঢুকতে দিচ্ছেনা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জানা যায়, ঐ দিন সকাল থেকে মেডিক্যাল ভিসার যাত্রীদের ঢুকতে দিলেও টুরিস্ট ভিসার যাত্রীদের ভারত ভ্রমণে বাঁধা দেয় বিএসএফ ও আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কিন্ত যাদের আগরতলা বিমানবন্দর থেকে ফ্লাইট ছিল তাদের আখাউড়া ইমিগ্রেশন পুলিশের অনুরোধে হয়েছে । এরপর দুপুর থেকে আর কোনো যাত্রীকেই ঢুকতে দেওয়া হয় নি। বিকেলে যাত্রীদের অবগতির জন্য নোটিশ ঝুলিয়ে দেয় আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ।নোটিশে জানানো হয় যে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন প্রকল্পের ভিসাধারীরা ছাড়া অন্য কোনো ভিসার যাত্রীরা আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে ঢুকতে পারবে না।
Leave a Reply