বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এখন র্যাপিড টেস্ট কিটের দিকে ঝুঁকছে আক্রান্ত দেশগুলো। করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করার অন্যতম কার্যকর উপায় হলো পরীক্ষার মাধ্যমে রোগী শনাক্ত করা। কেননা দ্রুত হারে নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে আইসোলেশনে নিলে সংক্রমণের হার অনেকটাই কমে যাবে।
আর এই কথা মাথায় রেখে ভারতে তৈরি হয়েছে র্যাপিড করোনা টেস্ট কিট ‘এলিজা’। এই টেস্ট কিটের মাধ্যমে মাত্র আড়াই ঘন্টায় ফল মিলবে। শুধু তাই নয়, এক টেস্ট কিট দিয়ে একসঙ্গে ৯০ জনের নমুনা পরীক্ষা করা যাবে। এমনটাই দাবি করছে এই টেস্ট কিটের প্রস্তুতকারক প্রতিষ্ঠান ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি (এনআইভি)।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পুনেতে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজির (এনআইভি) উদ্ভাবিত এই টেস্ট কিট ইতিমধ্যে ব্যবহরের অনুমোদন দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)।