সারাবিশ্বে মহামারী করোনাভাইরাস ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে মানুষকে সংক্রামিত করা শুরু করে। যত দিন যাচ্ছে তাতেই সংক্রমণের হার বেড়েই চলছে। সারা বিশ্বের দেশগুলোর মধ্যে বর্তমানে ব্রাজিল কোন ভাইরাসের অন্যতম হট স্পট হিসেবে বিবেচিত হচ্ছে। ব্রাজিলে করোনাভাইরাসে সংক্রামিত মানুষের সংখ্যা ইতালি ও স্পেনকে ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ সময় রবিবার সকাল সোয়া ৯টার দিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, ব্রাজিলে এখন পর্যন্ত দুই লাখ ৩৩ হাজার ১৪২ জনে শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৬৬২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও যুক্তরাজ্যের পরই দেশটির অবস্থান। এর পরের অবস্থানে থাকা স্পেনে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা দুই লাখ ৩০ হাজার ৬৯৮। ইতালিতে শনাক্তের সংখ্যা দুই লাখ ২৪ হাজার ৭৬০।