এসএসসির ফল প্রকাশের কথা ছিল চলতি মাসের প্রথম সপ্তাহে তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে তা সম্ভব হয়ে উঠেনি। এবার শিক্ষা মন্ত্রণালয় আগামী ২২ মে’র পর যেকোনো দিন এসএসসি ও সমমানের ফল প্রকাশের অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছে। তবে ঈদের পরপরই এসএসসির ফলপ্রকাশ হতে পারে বলে নির্ভরযোগ্য বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।
প্রতিবারের মতো এবারও এসএমএসের মাধ্যমে ফল জানার সুযোগ থাকবে। তবে মহামারী করোনা ফলে পাশাপাশি শিক্ষার্থীরা আগেভাগেই প্রি-রেজিস্ট্রেশন করলেও ফল প্রকাশের সঙ্গে সঙ্গে তা মোবাইলেও পৌঁছে যাবে।
টেলিটকের সহায়তায় শিক্ষার্থীদের মোবাইলে ফল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এজন্য গত সোমবার থেকে প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
প্রি-রেজিস্ট্রেশন করার জন্য SSC লিখে স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস রোল নম্বর লিখে স্পেস পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে। মাদরাসা বোর্ডের জন্য Dakhil স্পেস Mad এবং কারিগরি বোর্ডের জন্য SSC স্পেস Tec লিখতে হবে। এতে ফলাফল প্রকাশের পরপরই যেই নম্বর থেকে এসএমএস পাঠানো হয়েছিল সেই নম্বরে ফলাফল চলে আসবে।