আজরা বাইজানের প্রেসিডেন্ট গত ১৮ জুন তার প্রেসিডেন্সিয়াল বাসভবনে নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনুস কে আমন্ত্রণ জানান । আজ্রাবাইজানের বিভিন্ন  দারিদ্র বিমোচন প্রকল্প এবং সরকারকে পরামর্শ দিতে মুহাম্মদ ইউনুস আজরাবাইজান সফর করছেন ।

আর আগামী ২৭ শে জুন মুহামুদ ইউনুস ১৭৮৩ সালে প্রতিষ্ঠিত   রয়াল সোসাইটি অফ এডিনবার্গে  keynote speech প্রদান করবেন ।

By admin