ঢাকার বনানীতে বহুতল বাণিজ্যিক ভবন এফআর টাওয়ারে ঘটে মর্মান্তিক অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত এবং অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন। ঘটনার দুই দিন পর আজ শনিবার এই অগ্নিকাণ্ডের জন্য মামলা হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। তবে এই তথ্য জানালেও এর বাদী কে হয়েছেন এবং কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি তিনি।
শনিবার দুপুরে পুরান ঢাকার চকবাজারে মাদকবিরোধী ও ট্রাফিক সচেতনতা তৈরি বিয়য়ক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বনানী থানায় একটি মামলা দায়ের হয়েছে।
“একটি নিয়মিত মামলা হয়েছে, এটা আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
অন্যদিকে এক দিন আগে বিগত শুক্রবার
ক্ষতিগ্রস্ত কাউকে বাদী করে মামলা দায়ের করতে চান বলে পুলিশ প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী একদিন আগেই জানিয়েছেলেন।
তিনি শুক্রবার বলেছিলেন, “নিহতের পরিবারের কেউ মামলা করলে সরকার তাদের সহযোগিতা করবে। এছাড়া তাদের কেউ বাদী হতে রাজি না হলে রাষ্ট্র নিজেই বাদী হয়ে মামলা করবে। কী কী ধারায় মামলা হবে, সেটা আমরা এখন দেখব।”
ভবনটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকা এবং ভবন নির্মাণ বিধিমালা অনুসরণ না করার দিকে ইঙ্গিত করে গৃহায়নমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছিলেন, এটা দুর্ঘটনা নয়, এটি ‘হত্যাকাণ্ড’।