বাংলাদেশ সেনাবাহিনী  প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ২৫-৪-২০১৭ নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়েমি ওসিনব্যাজো (Yemi Osinbajo) এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।এই সময়  নাইজেরিয়ার সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পর বিভিন্ন যুগোপযুগী পরিবর্তন ও চ্যালেঞ্জ মোকাবেলার মধ্য দিয়ে আজ বিশে¡র বুকে অন্যতম একটি সেনাবাহিনী হিসাবে বিবেচিত।

 

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও কাউন্টার ইন্সারজেন্সি অপারেশনে বাংলাদেশ সেনাবাহিনীর সাফল্য আজ বিশে¡ প্রতিষ্ঠিত। বাংলাদেশ সেনাবাহিনীর কাউন্টার ইন্সারজেন্সি অপারেশনে সফলতার মডেল নাইজেরিয়ার সেনাবাহিনী সে দেশে কাউন্টার ইন্সারজেন্সি অপারেশনে অত্যন্ত সফলভাবে প্রয়োগ করছে বলেও তিনি উল্লে¬খ করেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতাকে আরো এগিয়ে নেবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ¡াস করেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর ও দুই দেশের সেনাবাহিনীর সুস¤পর্কের খবর নাইজেরিয়ার বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের  সাথে  প্রকাশিত হয়।

CHIEF OF ARMY STAFF BANGLADESH VISITS NIGERIAN ARMY RESOURCE CENTRE

সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ ছাড়াও তিনি সে দেশের প্রতিরক্ষামন্ত্রী, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান এবং চীফ অব ডিফেন্স স্টাফ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

 

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান গত ২১ এপ্রিল ৬ সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দলসহ নাইজেরিয়ান সেনাপ্রধানের আমন্ত্রণে ঢাকা ত্যাগ করেন। নাইজেরিয়া সফর শেষে প্রতিনিধি দলটি আজ ২৬-৪-২০১৭ ইথিওপিয়ার উদ্দেশ্যে রওনা করেছেন। সফর শেষে সেনাবাহিনী প্রধানের ৩০ এপ্রিল দেশে ফিরেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *