দিলরুবা খান”’
দিলরুবা খান বাংলাদেশের একজন খ্যাতিমান কণ্ঠশিল্পী। তিনি [[জয়পুরহাট জেলা|জয়পুরহাট জেলার]] [[আক্কেলপুর উপজেলা|আক্কেলপুর উপজেলায়]] জন্মগ্রহণ করেন। লোকগানের জগতে তার পরিচিতি বিশাল। বিশেষ করে তাঁর গাওয়া “দুই ভূবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরাল” গানটি তাঁকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা।
জীবনী
দিলরুবা খান তাঁর সঙ্গীত যাত্রা শুরু করেন [[আব্দুল আলীম (সঙ্গীত শিল্পী)|আব্দুল আলীমের]] গান গাওয়ার মাধ্যমে। তাঁর বাবা সৈয়দ হামিদুর রহমান ছিলেন রাজশাহী ও রংপুর বেতারের শিল্পী, তবে তিনি মেয়েকে গানে আসতে দিতে চাইতেন না। তবুও দিলরুবা খানের নিজস্ব প্রতিভা এবং গানের প্রতি ভালোবাসা তাঁকে প্রতিষ্ঠিত করে তোলে বাংলাদেশের লোকসঙ্গীত জগতে।
১৯৯১ সালে তাঁর গাওয়া “পাগল মন মনরে” গানটি অসম্ভব জনপ্রিয়তা লাভ করে, এবং তখন থেকেই তাঁকে ‘পাগল মন দিলরুবা’ নামে ডাকতে শুরু করে শ্রোতারা।
এক সময় ওজন কমানোর ওষুধ সেবনের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘ সাত বছর গান থেকে দূরে থাকতে হয়। পরবর্তীতে সুস্থ হয়ে তিনি আবার সঙ্গীতজগতে ফিরে আসেন।
বিখ্যাত গানসমূহ
গান | লিংক |
---|---|
দুই ভূবনের দুই বাসিন্দা | — |
রেল লাইন বহে সমান্তরাল | — |
ভ্রমর কইয়ো গিয়া | ইউটিউব |
হীর রাঞ্ঝা | ইউটিউব |
আমার দেবার কিছুই নাই | ইউটিউব |
চাঁন্দের আলো | ইউটিউব |
আমি তো দিবা নীশি | ইউটিউব |
তথ্যসূত্র
- BBC বাংলা: গান-গল্প : দিলরুবা খান (2013)
- Prothom Alo English: Singer Dilruba Khan sues Shakib Khan for Tk 100m (2022)